Science Lab

image

বিজ্ঞানাগারঃ

          যে কাজ করে তাকে বিশ্বাস করতে হয়, যে গবেষণা করে তাকে সন্দেহশীল হতে হয় আর যেবিজ্ঞানে সন্ধানী সে যুগপৎ কর্মী ও গবেষণাকারী (চার্লস এস পিয়ার)। পদার্থ, রসায়ন,জীব ও ক্রিশি বিজ্ঞানাগারে গবেষণারত শিক্ষার্থীরা প্রমাণ করে যে, অজানাকে জানারমাধ্যমে তারাও সৃষ্টি করবে বিজ্ঞান। এ কাজে আমাদের বিজ্ঞান শিক্ষকবৃন্দবিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন বিজ্ঞানাগারে হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমেশিক্ষার্থীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

 কম্পিউটার ল্যাবঃ

     মানুষ সৃষ্টির শুরু থেকে আজ পরজন্ত তারচিন্তা ও চেতনাকে কাজে লাগিয়ে নতুন নতুন সৃষ্টির প্রয়াস চালিয়ে আসছে। আবার এমনকিছু সৃষ্টি আছেযা পৃথিবীতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তার মধ্যে অন্যতম কম্পিউটার।বলা যেতে পারে যে জাতি কম্পিউটার ব্যবহারে যত বেশী আগ্রহী  সে জাতি তত বেশী উন্নত। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এ যুগে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। এ প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাবেআমাদের শিক্ষার্থীরা প্রভাতী ও দিবা শাখার অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানেনিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশুদ্ধ স্বাদ।



TS Management System